ঢাকা, শুক্রবার ১৭ জানুয়ারী ২০২৫, ৩রা মাঘ ১৪৩১
ভোগান্তিতে সেবা গ্রহীতারা

সাতক্ষীরায় ব্লু পেপার চালু রাখার দাবিতে আইনজীবীদের অনির্দিষ্ট কালের কলম বিরতি

শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ ০৬:১৩:০০ অপরাহ্ন | দেশের খবর

সাতক্ষীরায় জেলা প্রশাসনের অধীনে চারটি আদালতে আইনজীবীরা ব্লু পেপার চালু রাখার দাবিতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের কলম বিরতি শুরু করেছেন। এর ফলে আদালতে সেবা নিতে আসা জনগণদের মধ্যে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

জেলা প্রশাসন ও আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় মোট চারটি আদালত রয়েছে- এডিএম কোর্ট, নির্বাহী কোর্ট, সার্টিফিকেট কোর্ট ও রাজস্ব কোর্ট। এসব আদালতে মামলা দাখিল, জবাব দাখিল, সময় প্রার্থনা সহ নানা সেবা গ্রহণ করা হয়। তবে, সম্প্রতি জেলা প্রশাসন সরকারের নির্দেশে সরকারি কার্টিজ পেপার ব্যবহারের আদেশ জারি করলে, আইনজীবীরা ব্লু পেপার ব্যবহার চালিয়ে যাওয়ার দাবি করে এবং এর প্রতিবাদে কলম বিরতি শুরু করেন।

আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সমিতি থেকে সরবরাহকৃত ব্লু পেপার দিয়ে আদালতে সকল ধরণের আবেদন, জবাব দাখিল এবং সময় প্রার্থনা করা হয়। এ ধরনের পেপার ব্যবহার ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলেও প্রচলিত এবং উচ্চতর আদালতগুলোও এসব গ্রহণ করে। কিন্তু জেলা প্রশাসনের নির্দেশে সরকারি কার্টিজ পেপার ব্যবহারের বাধ্যবাধকতা আরোপিত হওয়ায় আইনজীবীরা এতে আপত্তি জানান।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শাহ্ আলম বলেন, ব্লু পেপার দিয়ে আদালতে আবেদন, জবাব, সময় প্রার্থনা করা হয়, যা সরকারের রাজস্বের ক্ষতি করে না। 

তিনি আরও বলেন, সরকার যদি এই পেপারের সঙ্গে কোর্ট ফি যুক্ত করে দেয়, তবে সরকারের রাজস্ব হারাবে না।  

অপরদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সরকারি নির্দেশনা অনুসারে আইনজীবীরা কার্টিজ পেপার ব্যবহার করতে বাধ্য, যা টেকসই এবং মানসম্মত।

তিনি আরও বলেন, ব্লু পেপার ব্যবহার করা সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত করার মতো এবং এটি আইনগতভাবে গ্রহণযোগ্য নয়।

এ পরিস্থিতিতে সেবা গ্রহীতারা বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়েছেন। তারা আদালতের নির্ধারিত দিনে সেবা পেতে না পারায় ফিরে যেতে বাধ্য হচ্ছেন।