ঢাকা, শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ২রা অগ্রহায়ণ ১৪৩১

সাবেক স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ১১ নভেম্বর ২০২২ ০৯:৪৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 


সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতী সন্তান মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও রক্তদান কর্মসূচী পালন করেছে 'স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের পক্ষ থেকে সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় 'স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের পক্ষ থেকে সিলেট জেলা শাখার উদ্যোগে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মাজার সংলগ্ন গোরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করা হয়।

সকাল ১০ টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান কর্মসূচী পালন করা হয়।

'স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ' সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মো. জাকির হোসেন ও  যুগ্ম-আহ্বায়ক ফালাহ উদ্দিন আলী আহমদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন- স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ' সিলেট জেলা শাখার  সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, সদস্য ফয়সাল মাহমুদ (অতিরিক্ত ডি আই জি), সদস্য কাজী মোস্তাফিজুর রহমান, আব্দুল আজিম জুনেল, আব্দুর রব হাজারী, সৈয়দ আনোয়ারুস সাদাত, সোয়েব বাছিত, আব্দুল কাইয়ুম জুয়েল, মোঃ ফাহিম আহমদ, রায়হান রনি, লব চন্দ্র।

শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে শহীদ মিনারে রক্তদান কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান করেন জুয়েল আহমদ নুরুজ্জামান, সিরাজুল ইসলাম মিরাজ, নসু ভৌমিক, রনবীর দাস রনি, মোসাদ্দেক মুসাসহ  প্রমুখ।