ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে আনিচুর মোল্লা (৩০) নামে এক যুবককে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত যুবককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়,পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর পূর্বপাড়া একটি নতুন কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে। আহত আনিচুর মোল্লা সোনাপুর পুর্বপাড়া গ্রামের সাহেব মোল্যার ছেলে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে সালথা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আনিসুরের পরিবারের সাথে, প্রতিপক্ষ আতিক ফকিরের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরের দিকে আনিচুর তার বাড়ির সামনে জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের আতিক ফকির ও তার কিছু লোকজন তাকে ঘেরাও করে, পরে ধারালো দা ও অন্যান্য অস্ত্র দিয়ে দিয়ে আনিসুরকে কুপিয়ে মারাত্মক জখম করে প্রতিপক্ষের লোকজন ।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, আনিচুর নামে এক যুবককে কুপিয়ে জখম করার তথ্য পেয়ে,ঘটনাস্থলে গিয়ে, অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বায়ান্ন/এসএ