সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিমের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৩ জুয়াড়িকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে কোতয়ালী মডেল থানাধীন কাজির বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার (১৭ এপ্রিল) বিকালে জানান, গোয়েন্দা বিভাগের একটি টিম মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে কোতয়ালী থানাধীন কাজির বাজারস্থ শাহীন মিয়ার কলোনীতে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ৩ জন জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলেন, মহানগরের খুলিয়াপাড়া এলাকার মৃত মো. শাহজাহান মিয়ার ছেলে মো. ময়না মিয়া (৩২), দারিয়াপাড়া এলাকার মৃত মিয়াছন আলীর ছেলে মো. নুরুল হক (৩৮), শেখঘাট এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে জয়নাল মিয়া (৩৪)।
আটককৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।