বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সম্মেলনের মাধ্যমে জেলা সংসদের ২১ সদস্যের কমিটি গঠন হয়েছে। এতে সিলেট জেলার সভাপতি হয়েছেন দীপংকর সরকার, সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাইমিনুল ইসলাম মাহিন।
শনিবার বিকেলে সিলেট ক্বিনব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন কবি ও শিশুসাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কবি তুষার কর। পরে সেখান থেকে একটি র্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে, ক্বিনব্রিজ এলাকায় বিদায়ী কমিটির সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলী, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি লুনা নূর, বর্তমান সভাপতি মো. ফয়েজ উল্লাহ।
আরও বক্তব্য দেন ৩৬তম সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান লাকী রাণী দাস, এম.সি কলেজ শাখার সভাপতি পঙ্কজ চক্রবর্তী জয়, মদন মোহন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সৈকত ভৌমিক, মহানগর শাখার সভাপতি হাসান বক্ত চৌধরী কাওছার, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ফারাজ আবির, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, লাক্কাতুরা আঞ্চলিক শাখার সভাপতি স্বর্ণা গোয়ালা।
সম্মেলনে সংহতি রেখে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কাউন্সিলের সংগঠক ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন সুমন, উদীচীর সহসভাপতি অংশুমান দত্ত অঞ্জন, বাংলাদেশ যুব ইউনিয়নের সিলেট জেলা সংসদের সাধারণ সাধারণ সম্পাদক নিরঞ্জন দাশ খোকন।
কমিটির অন্যান্য সদস্য হলেন সহসভাপতি হাছান বখত চৌধুরী কাওছার, নরোত্তম দাস, প্রদ্যুত দাস, বিশাল দেব, সহকারী সাধারণ সম্পাদক মিজু আহমদ, কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাস, দপ্তর সম্পাদক পংকজ চক্রবর্তী জয়, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈকত ভৌমিক, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক স্বর্ণা গোয়ালা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মণীষা দাশ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজ দেবনাথ ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ক্রীড়া সম্পাদক সজল মিয়া, সমাজ কল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিটু রঞ্জন তালুকদার, সদস্য মিসবাউর রহমান মিসবাহ, ইশতিয়াক হিমেল।
এর আগে গত শুক্রবার সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার কাউন্সিল অনুষ্ঠিত হয়।