সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকা থেকে অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এই মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শনিবার দিবাগত মধ্যরাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
এসএমপি জানায়, স্থানীয় এক ব্যক্তি জালালাবাদ থানায় শনিবার ফোন করে জানান যে এক মহিলার মরদেহ টুকেরবাজারে পড়ে আছে। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫০ বছর। পরনে ময়লাযুক্ত বিভিন্ন রংয়ের কাপড় ছিল। স্থানীয়দের সাথে কথা বলে পুলিশ জানতে পেরেছে, ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) আবু খালেদ মামুন জানান, মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।