ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেট ধোপাদিঘীরপাড় থেকে অজ্ঞাত ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০৪:২৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগরীর ধোপাদিঘীর উত্তরপাড় এলাকায় প্রাণীসম্পদ অধিদফতরের কোয়ার্টারের সামনে পরিত্যক্ত জায়গা থেকে এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে এই লাশ উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তার গলায় ফাঁসের চিহ্ন আছে। তবে এটা খুন নাকি কিভাবে কী হয়েছে, তা আমরা এখনই বলতে পারছি না। ময়নাতদন্তের পর এটা জানা যাবে।’

আলী মাহমুদ জানান, রাতের কোনো এক সময় ওই ব্যক্তি মারা গেছেন।

এদিকে, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদেরকেও দেখা গেছে।

ক্রাইম সিন ইউনিটের এক সদস্য জানান, পরিচয় সনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ সংগ্রহ করা হয়েছে।

এ বিষয়ে পিবিআইয়ের পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ‘কোয়ার্টারে থাকা প্রাণীসম্পদ কর্মকর্তার স্ত্রী ৯৯৯ এ ফোন দিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাওয়ার কথা জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে।’