ঢাকা, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

সিলেট মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি সভা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০২:২১:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

 

‘পুলিশ জনগণের বন্ধু’ -এমন মনোভাব শুধু পুলিশকে পোষন করলে সমাজ থেকে অপরাধ নির্মূল সম্ভব হবে না। জনতা যখন পুলিশকে বন্ধু ভাববে তখনই প্রকৃত বন্ধুত্ব তৈরি হবে। আর পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হলেই অপরাধ নির্মূল সম্ভব হবে। যে কারণে সামাজিক সচেতনতা সৃষ্টি ও অপরাধ রুখতে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব অনেক বেশি। শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সদর দপ্তরে মহানগর কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ এ কথা বলেন।

 

পুলিশ কমিশনার আরও বলেন, সিলেটের মহানগরীর সকল পেশার প্রতিনিধিদের নিয়ে মহানগর কমিউনিটি পুলিশিংয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। করোনা সংক্রমণ ও কিশোরগ্যাংয়ের তৎপরতা রোধ এবং মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

 

সচেতনতার মাধ্যমে এই কমিটির সদস্যরা মানুষকে জাগিয়ে তুলতে পারেন। সমাজের সচেতন মানুষ যখন অপরাধের বিরুদ্ধে দাঁড়াবে তখন অপরাধীরা অবশ্যই সুপথে ফিরে আসতে বাধ্য হবে।

 

পুলিশ কমিশনার অন্তত প্রতি দু’মাস অন্তর মহানগর পুলিশিংয়ের সভা করার আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে কমিটির কার্যক্রম গতিশীল হবে। মানুষও কমিউনিটি পুলিশিংয়ের সুফল পাবে।

 

মহানগর কমিউনটি পুলিশিংয়ের সভাপতি ডা. নাসিম আহমদের সভাপতিত্বে পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ। এছাড়া এসএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-কমিশনার (সদর ও প্রশাসন) মো. কামরুল আমিন, উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-কমিশনার (পিওএম) জাবেদুর রহমান, উপ-কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ।

 

কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি বিধান কৃষ্ণ দাস, আল আজাদ, বীরমুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, মো. আবজাদ হোসেন আমজাদ, মৃত্যুঞ্জয় ধর ভোলা, মাহিউদ্দিন আহমদ সেলিম ও আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম, ডা. নাজরা চৌধুরী ও আনোয়ার হোসেন চৌধুরী সেলিম, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, প্রচার সম্পাদক মো. শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, নারী বিষয়ক সম্পাদক স্বর্ণলতা রায়, প্রবাসী বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সুমন্ত গুপ্ত, দপ্তর সম্পাদক রাজীব সী, সদস্য মাওলানা হাবিব আহমদ শিহাব, মঞ্জুর কাদির শাফী এলিম, মিশফাক আহমদ চৌধুরী মিশু, ডা. রথীন্দ্র চন্দ্র দেব, নাসরিন জাহান, সৈয়দ মেহেদী জাকারিয়া, রাজু গোয়ালা, অরুণ বিকাশ চাকমা, সার্জেন্ট (অব.) মো. আবদুল জলিল তাফাদার, মো. আখতার হোসেন পাপ্পু, লায়েক আহমদ চৌধুরী, মো. মকবুল হোসেন, জাহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, সুবেদুর রহমান মুন্না, মুহিবুর রহমান ছাবুও মেজবা উদ্দিন প্রমুখ।

 

প্রসঙ্গত, মহানগর কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মো. শফিকুল ইসলাম।