ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

সিলেটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অগাস্ট ২০২৩ ০২:৩৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

‘আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ - এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে সিলেটে উদযাপন করা হল আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে বুধবার (৯ আগস্ট) দুপুরে জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক।
নেটওয়ার্কের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ'র পরিচালনায় আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারা বেগম ও ড. তাহমিনা ইসলাম।

বক্তারা বলেন, বনভূমি উজাড়, দখলদারদের দৌরাত্ম্য ও নানাভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে নিশ্চিহ্ন হচ্ছে বিভিন্ন গোত্রের আদিবাসী জনগোষ্ঠী। আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় পিএইচডি ডিগ্রি অর্জন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিন ইসলামকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।