সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইস্তেখার আহমদ চৌধুরী (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত ১১টার দিকে এসএমপি শাহপরাণ (রহ.) থানাধীন শিবগঞ্জ সোনারপাড়ার নবারুন আবাসিক এলাকার একটি বাসা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
আটক ইস্তেখার আহমদ চৌধুরী সিলেটের জকিগঞ্জের বীরশ্রী এলাকার মো. আব্দুছ ছালাম চৌধুরীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।