ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেটে গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ০২:৫৩:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

ভুলবসত ঘরে থাকা কীটনাশক পানে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার টাকির মোড়া গ্রামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত বানেছা বেগম (৪৭) টাকিরমোরা গ্রামের আছমান আলীর স্ত্রী। শুক্রবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বানেছা বেগম (৪৭) গত ৮ ডিসেম্বর বুধবার বিকাল ৩টার দিকে নিজ ঘরে থাকা সবজির কীটনাশক (মিরেট) ভুলবসত পান করেন। এতে তিনি সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরী ভিত্তিতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।