ঢাকা, বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

সিলেটে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ মে ২০২২ ০৬:৫২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জালালাবাদ থানার মইয়ারচর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত নাজমিন আক্তার (২০) মইয়ারচর গ্রামের নাইম উদ্দিনের স্ত্রী।

 

সোমবার বিকালে নাজমিন আক্তার বাড়ির বাথরুমে তোয়ালে রাখার হেংগারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে বাথরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, সোমবার বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় নাজমিন আক্তার তাদের বাথরুমের তোয়ালে রাখার হেংগারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করে তাকে না পেয়ে বাথরুমের দরজা ভেঙে নাজমিনের ঝুলন্ত দেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

পরে খবর পেয়ে রাত ৮টার দিকে জালালাবাদ থানার একদল পুলিশ ওসমানী হাসপাতালে গিয়ে লাশে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশের ময়না তদন্ত হয়।

 

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যব্যস্থা গ্রহণ করছে পুলিশ।