ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

সিলেটে বন্যার্ত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাদেল

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ২০ মে ২০২২ ১০:২৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বন্যা দুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলার ৩নং খাদিম নগর ইউনিয়নের ৪ নং ওয়াডের নয়া টিলা মোকামবাড়ি গ্যারাউতি মধুটিলা এলাকার বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমেদ, যুবলীগ নেতা ইকলাল আহমেদ, আরিফ আহমেদ সুমন, আলী বাহার, মহানগর ছাত্রলীগ সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, ছাত্রলীগ নেতা শহীদ শেখ, নুরুল হুদা, রেদওয়ান মাহিন, আব্দুল গফফার মুজাম্মিল, শেরওয়ান আহমেদ, হৃদয় আহমেদ, নাহিদ হোসেন খান, মোহাম্মেদ তারেক, তাহমিদ আহমেদ প্রমুখ।