ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

সিলেটে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ১৪ এপ্রিল ২০২৪ ০৮:১২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন আরেকটি বাংলা বর্ষ। আজ পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ। তাই ১৪৩০ বাংলা বর্ষকে বিদায় জানিয়ে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে সিলেটবাসী।

 

রোববার (১৪ এপ্রিল) সিলেটসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে সিলেটের পরিবেশ ছিল আনন্দমুখর।

 

পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

 

১৪৩১ সালকে স্বাগত জানিয়ে বৈশাখের প্রথম দিন সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

শোভাযাত্রায় অংশ নেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন শোভাযাত্রায়। শোভাযাত্রায় সিলেটের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

 

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।