ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জুন ২০২৪ ০১:২৭:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট মহানগরে দক্ষিণ সুরমার ঝালোপাড়ায় মন্দিরের পানির পাম্পে সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৯ জুন) বিকাল ৬টার এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনতি রানী গুরুতর আহত হলে দ্রুত

 

 সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মিনতি ঝালোপাড়ার নৃসিংহ জিউর আখড়ার পার্শ্ববর্তী বাসার বাসিন্দা। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার আওতাভুক্ত কদমতলি ফাঁড়ির ইনচার্জ দেবাংশু বিশ্বাস।

 

তিনি জানান- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মিনতি রানীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ময়না তদন্ত হবে কি না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।