ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

মো. মাসুদ রানা, চট্টগ্রাম | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০৬:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে গ্রেপ্তার করেছে। রোববার ভোরে চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মঞ্জু (৩০) ভোলা জেলার তজুমুদ্দিন থানার চাচরা এলাকার চটকি বাড়ীর নুরুজ্জামানের ছেলে। বর্তমানে সে নগরের চকবাজার থানার বাদুরতলা হারিশাহ মাজার গেইট ইউনুছ কলোনিতে বসবাস করে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, ধর্ষণ মামলার আসামি মো. মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বায়ান্ন/প্রতিনিধি/একে