ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১

সিলেটে শ্রমিকলীগ নেতা শামীমের অবসর উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০২:১৯:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় সিলেটের সিনিয়র অফিসার, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম রশিদ চৌধুরীর অবসর উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১১টায় জনতা ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয় সিলেটের আয়োজনে নগরীর অভিজাত একটি রেষ্টুরেন্টে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিভাগের সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধূ ও মুক্তিসংগ্রামের সর্বমÍরের নেতাকর্মীর সাথে শামীমের সুমধুর সম্পর্ক সবার জন্য দৃষ্টান্ত। তার মতো দক্ষ সংগঠকের কারণে সিলেট শ্রমিক লীগ সুশৃঙ্খল ও সুসংগঠিত। রাজনৈতিক নেতৃত্বের সাথে শামীম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

 

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনতা ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক সনদীপ কুমার রায়।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনতা ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও কেন্দ্রীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন সমম্বয় সম্পাদক মো. ফিরোজ হোসাইন, সিবিএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আজাহার হোসেন, সিবিএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জসিম উদ্দিন, সিবিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দীপু।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জনতা ব্যাংক লিমিটেড সিলেট এরিয়া প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. শাহাদাৎ হোসেন সরকার, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক, অগ্রনী ব্যাংক লিমিটেড সিলেট অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক মো. আব্দুল লতিফ, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপমহাব্যবস্থাপক সৈয়দ সোয়েবুর রহমান, জনতা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার এরিয়া প্রধান সহকারী মহাব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদ মৌলভীবাজার অঞ্চলের সভাপতি মোঃ আব্দুল হামিদ, জনতা ব্যাংক লিমিটেড হবিগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক হবিগঞ্জ অঞ্চলের সভাপতি মো. মর্তুজ আলী, জনতা ব্যাংক লিমিটেড জিন্দাবাজার কর্পোরেট শাখার ম্যানেজার ও বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জালালাবাদ শাখার ম্যানেজার মাধব রাম পাল, কাজীটুলা শাখার ম্যানেজার ছয়ফুল আলম চৌধুরী, শেখঘাট শাখার ম্যানেজার তানভীর আহমদ শাকিল, স্টেশন রোড শাখার ম্যানেজার মোঃ আব্দুল মতিন, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেট অঞ্চলের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রবাসী নীলমনি রঞ্জন দাস, শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, জেলা হিসাব রক্ষক কর্মকর্তা মো. হোসেন আহমদ, হবিগঞ্জ জজকোর্টের সিনিয়র আইনজীবী এড. শুধাংশু সুত্রধর, হবিগঞ্জ সমিতি সিলেট এর সভাপতি আবু তাহের চৌধুরী, সেটেলমেন্ট অফিসার হবিগঞ্জ জেলা ছাত্রলীগের প্রাক্তণ সাধারন সম্পাদক আব্দুল হাই আজাদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এড. রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ কুমার চন্দ, ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ মৌলভীবাজার অঞ্চলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ সিলেট অঞ্চলের সাধারন সম্পাদক মোঃ আলম হোসেন, জনতা ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ হবিগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক কাওসার আহমেদ রুমেল, বাংলাদশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেটের সভাপতি কবির আহমদ শরীফ,সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ সিলেটের সভাপতি সচ্চিদানন্দ, বঙ্গবন্ধু পরিষদ অগ্রনী ব্যাংক সিলেট অঞ্চলের সভাপতি সুশান্ত দেব, সিলেট ব্যাংক কর্মচারী ফেডারেশন সিলেট জেলার সাবেক সভাপতি মোফাখখারুল ইসলাম,ব্যাংক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অগ্রনী ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, জনতা ব্যাংক সিবিএ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি রঞ্জন কুমার সরকার, জনতা ব্যাংক সিবিএ হবিগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক ও ব্যাংক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমূখ।

 

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন জনতা ব্যাংক সিবিএ সিলেট অঞ্চলের সাবেক সভাপতি শফিউদ্দিন আহমদ ও গীতা পাঠ করেন সুশেন ভট্টাচার্য।