সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে ইয়াবাসহ সুমন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য নিয়ে আসা ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সুমন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবেড় গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত সুমন মিয়ার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে র্যাব। শুক্রবার (২৪ ডিসেম্বর) সকালে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর মেজর মাহফুজুর রহমান জানান, গোপন খবরে র্যাব অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুমনকে গ্রেফতার করে। সে ইয়াবা ব্যবসার সাথে জড়িত দীর্ঘদিন থেকে।