ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

সিসিক নির্বাচন:আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ৫ মে ২০২৩ ০২:৩৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



বৃহস্পতিবার রাতে নগরের একটি কনভেনশন সেন্টারে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মীসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন। কমিটির সদস্যদের দ্রুততম সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও নির্দেশ দেন তিনি

পূর্ণাঙ্গ কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে।

নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকে।

কো-সদস্য সচিব হিসেবে রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

এছাড়া সিলেটে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফাস্ট মেম্বার হিসেবে কমিটিতে রাখা হয়েছে।

রাতে এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক।

এতে নানক বলেন, বিএনপি মুখ দিয়ে নির্বাচন বর্জনের বললেও ভিতরে ভিতরে নিজেদের পছন্দের প্রার্থীকে মাঠে রাখতে মরিয়া।

তিনি বলেন, আমরা বিএনপির নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাতে চাই। কিন্তু তাদের দ্বৈতনীতিকে ধিক্কার জানাই। নির্বাচন কমিশন যেকোনো মূল্যে সিটি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু জনসমর্থন হারানো বিএনপি এই নির্বাচনে নাখোশ।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে নানক বলেন, দলে খন্দকার মোশতাকের অনুসারী যেমন রয়েছে, তেমনি মুজিবাদর্শের লড়াকু এবং ত্যাগী কর্মীরাও রয়েছেন। মোশতাক বাহিনীর কারণেই বিগত দিনে এই নগরের অভিভাবক বদর উদ্দিন আহমদ কামরানকে হারতে হয়েছে। এবার সেই সুযোগের পুনরাবৃত্তি দেখতে চায় না আওয়ামী লীগ। দলের প্রতিটি ওয়ার্ডে সভাপতি এবং সম্পাদকের ভোটকেন্দ্রগুলোতে সজাগ দৃষ্টি থাকবে আওয়ামী লীগের। যাদের ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী পুরস্কার এবং তিরস্কার ব্যবস্থা রাখা হয়েছে। এমন কোন কর্মকাণ্ড করবেন না যাতে করে রংপুরের পরিণতি ভোগ করতে হয়।

প্রসঙ্গত, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।