ঢাকার ধানমন্ডির সীমান্ত সম্ভারের ৫০ ভরি স্বর্নসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া জানুয়ারির প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিবি।
রোববার (১২ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানায় ডিবি দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
এর আগে সীমান্ত সম্ভার থেকে ৩ জানুয়ারি দুপুরে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের দোকান থেকে ২৫০ ভরি স্বর্ন চুরি করে সংঘবদ্ধ চক্র। ৮ মিনিটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে সনাক্ত করে ডিবি পুলিশ। পরে ৯ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দেশের বিভিন্ন জায়গা তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে ৫০ ভরি আট আনা স্বর্ন উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৮ থেকে ৯ জন জড়িত বলে ধারণা পুলিশের, তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গত তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৮১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ছিনতাই গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন, ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে ৩৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
ছিনতাই রোধে আমাদের কার্যক্রম চলমান আছে জানিয়ে তিনি বলেন, আশা করি, গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা (ছিনতাইকারী) আইনের আওতায় চলে আসবে, বিভিন্ন মামলায় ছিনতাইকারীরা কারাগারে থাকবে, তখন তাদের সংখ্যা কমে আসবে এবং আমরা এর থেকে পরিত্রাণ পাব।
এ সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, রমনা জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন।
বায়ান্ন/এমএমএল/একে