ঢাকা, সোমবার ১১ নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১

সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ১২:১৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে নানা পণ্য আটক হয়েছে। জেলার সীমান্তে বাগানবাড়ি বিওপির টহল দল শক্রবার (৭ জানুয়ারি) দুপুর ২ টায় দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১ লক্ষ ৪৪ হাজার টাকা।
 
ডুলুরা বিওপির টহল দল শনিবার(৮ জানুয়ারি) বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীর চর হতে ২৯ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৪৩ হাজার ৫শত টাকা।
 
নারায়নতলা বিওপির টহল দল একই দিন সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামার ভিটা নামক স্থান হতে ২০ কেজি ভারতীয় জিরা আটক করে, যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
 
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং ভারতীয় জিরা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।