ঢাকা, রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

সুনামগঞ্জে ভেসে গেছে ২ হাজার পুকুরের মাছ

সুনামগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৯ জুন ২০২৪ ০৫:৪০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট বন্যার পানিতে ভেসেগেছে সুনামগঞ্জের ২ হাজার পুকুরের মাছ।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, আকস্মিক বন্যায় জেলার সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভপুর ও তাহিরপুরসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলের ছোটবড় ২ হাজার পুকুর তলিয়ে যায়। এতে প্রায় ২৫০ মেট্রিকটন মাছ ও মাছে পোনা ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য চাষীরা। যার আর্থিক মূল্য ৫ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এদিকে বন্যার পানিতে পুকুরের মাছ ভেসে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার সহ্রাধিক মাঝারি ও ক্ষুদ্র পর্যায়ের মৎস্য চাষী। অনেকেই উপার্জনের মাধ্যম হারিয়ে বিপাকে করেছেন। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা প্রত্যাশা করেছেন ক্ষতিগ্রস্ত চাষীরা।

 

এদিকে বন্যায় মৎস্য চাষীরা তালিকা করে পুর্নবাসনের আওতায় আনতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল করিম।