সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের উদ্যোগে ১ লা জানুয়ারী ২০২২ সালে নতুন বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় বই বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনে ম্যানেজিং কমিটির সভাপতি শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হকের সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মজিদ কলেজের প্রভাষক মোঃ জাফর আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির আহমদ, জয়কলস ইউপি সদস্য লিটন মিয়া সহ প্রমুখ। এসয় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও এলাকার শিক্ষানুরাগী অভিভাবকবৃন্দ। আলোচনা সভা পরবর্তী শান্তিগঞ্জ কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন অতিথিবৃন্দ।