ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১০:২৮:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিন প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রথমে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকার চালের বাজারে অভিযান পরিচালনা করা হয়। তবে দাম নিয়ন্ত্রণে থাকায় চালের বাজারে কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি। পরে পাশে থাকা সবজি ও মুরগির বাজারে অভিযান পরিচালনা করে মূল্য তালিকা না টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি না করা এবং ক্রয় ভাউচার না থাকায় দুই প্রতিষ্ঠানকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানকালে পেঁয়াজ, আলু, তেলসহ নিত্যপণ্যের বাজারও তদারকি করা হয়। এতে অরুণ স্টোর নামের এক প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ চকলেট থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।