সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও এলাকাবাসীর আয়োজনে মাইজবাড়ি ফুটবল প্রিমিয়ার লীগ (২০২২ ৫ম আসর) আয়োজন করা হয়েছে।
শনিবার(৮জানুয়ারী) বিকাল ৩ টায় মাইজবাড়ি গ্রামের মাঠে লীগের আনুষ্ঠানিক উদ্বোধনে কুরবাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বরকতের সভাপতিত্বে, সাংবাদিক জাহাঙ্গীর আলম এর পরিচালনায় ফুটবল প্রিমিয়ার লীগ এর আলোচনা সভায় অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, কুরবাননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়ব আলী, ইউপি সদস্য ফরিদ আহমেদ, মুক্তার আলী, সাংবাদিক দেওয়ান তাসাদদুক রাজা ইমন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে অতিথিগণ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। খেলায় মোট ৬ টি টীম অংশগ্রহণ করে। টীম গুলো- এফসি ক্লাব ওয়েব, এফসি বাজীঘর , ইয়াং ষ্টার, আজহা , তামীম এন্ড তাসীন ও বাহু বলী ২ । খেলা গোল শুন্য ভাবে সমাপ্ত হয়।
অতিথি গণ তাদের বক্তব্যে বলেন খেলাধূলার মাধ্যমেই দেশে জঙ্গীবাদ, মাদক , সন্ত্রাস, ইভটিজিংসহ নানা অপরাধ কর্মকান্ড নির্মূল করা সম্ভব। খেলাধূলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ও ঘটে। এলাকাবাসীর দাবী গ্রামের খেলার মাঠ সংস্কার করে খেলাধূলার সুন্দর পরিবেশ সৃষ্টির। এ বিষয়ে অতিথিগণ আশ্বাস প্রদান করেন।