সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ও শান্তিগঞ্জ উপজেলার ৮টিসহ মোট ১৭ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান শাহরিয়ার ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন। শুরুতেই নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
শপথ অনুষ্ঠানে চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জগলুল হায়দার, দরগাপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সুফি মিয়া, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.মাসুক মিয়া, জয়কলস ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, শিমুলবাক ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিন।
অপরদিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ, কুরবান নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল বরকত, সুরমা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আমির হোসেন রেজা, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রশিদ আহমেদ, রঙ্গারচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আব্দুল হাই, মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাইনুল হোসেন, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. নুরুল হক, কাঠইর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুফতি সামছুল ইসলাম ও গৌরারং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. শওকত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন নবনির্বাচিত চেয়ারম্যানদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, কে আপনাদের ভোট দিয়েছেন কিংবা দেননি সেই দৃষ্টিকোণ থেকে বিচার না করে আপনি একটি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হিসেবে সকল জনগনের প্রতি সমানভাবে তাদের মৌলিক সেবা প্রদান করবেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা দেশে কোন মানুষ গৃহহীন থাকবে না তাই প্রতিটি ইউনিয়ন আর ওয়ার্ডের কোন মানুষ যেন গৃহহীন না থাকে সেইদিকে খেয়াল রেখে তাদের গৃহ নির্মাণ করে দিতে হবে। তিনি আরো বলেন, হাওরের এই জেলার মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল তাই প্রতিটি হাওরে সময়মতো কৃষকদের বোরো ফসল রক্ষার জন্য সঠিকভাবে ফসলরক্ষা বাধঁ নির্মানে এখন থেকে মনোযোগী হতে হবে। কেহ বাধঁ নির্মাণে অনিয়ম আর দূর্নীতির সাথে জড়িত হলে কাউকে ছাড় দেয়া হবে না।