ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়ল ১৫০ কেজি ওজনের বোল মাছ বিক্রি ১ লাখ ২০ হাজার টাকা

শহীদুল ইসলাম সোহাগ,টেকনাফঃ | প্রকাশের সময় : শনিবার ২৩ এপ্রিল ২০২২ ০৯:৫১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

সেন্টমার্টিন দ্বীপে জেলের জালে ধরা পড়েছে ১৫০ কেজি ওজনের একটি বোল মাছ। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী মাহবুব খান জানান, শনিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয় জেলে রশিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে ওই ব্যবসায়ী জানান।

জেলে রশিদ মাঝি বলেন, ‘আল্লাহর রহমতে আমার জালে দেড়শ কেজি ওজনের বোল মাছটি ধরা পড়েছে। ঈদের খরচ হিসেবে আল্লাহ মাছটি ধরার সৌভাগ্য আমাকে দিয়েছেন।’


উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন জানান, লোকজনের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে এক জেলের জালে বড় একটি মাছ ধরা পড়ার খবর জেনেছি। মৎস্য আহরণ বন্ধের নির্দেশনা মেনে চলার কারণে সাগরের মৎস্য সম্পদ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি মাছও বড় হয়েছে। সম্প্রতি টেকনাফ উপকূলে জেলেদের জালে বড় বড় মাছ ধরা পড়ার কথাও তিনি স্বীকার করেন।