ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮শে অগ্রহায়ণ ১৪৩১

সোনাগাজীতে গিয়াস উদ্দিন চেয়ারম্যান স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

বাহার উল্লাহ বাহার, সোনাগাজী | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ ০৭:১৯:০০ অপরাহ্ন | দেশের খবর

সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি গ্রামের দোলন চেয়ারম্যানের বাড়ির দরজায় সেতু বন্ধন স্পোর্টিং ক্লাবের আয়োজনে বুধবার সন্ধ্যায় মরহুম গিয়াস উদ্দিন চেয়ারম্যান স্মরণে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। 

সোনাগাজী উপজেলা যুবদলের সাবেক সভাপতি জসিম উদ্দিন লন্ডনির সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল মঞ্জুর সবুজের সঞ্চালনায় ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী। 

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন। 

বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, ফেনী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম মিনার, পৌর বিএনপির সভাপতি আবুল মোবারক ভিপি দুলাল।

উপস্থিত ছিলেন মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম স্বর্ণকার, বগাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিব উল্লাহ পারভেজ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফেরদৌস কোরাইশী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল, সাংগঠনিক সম্পাদক রিয়াদ পাটোয়ারী, সাবেক যুবদল নেতা মহিম উদ্দিন মহিম, মতিগঞ্জ ইউনিয়নের বিএনপির সভাপতি নুর আহম্মদ। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী কবির খাঁন, মহি উদ্দিন মহিন, আরিফুর রহমান, শাহাদাত হোসেন, ওমর গাজী পারভেজ, নুরুল আফসার, সাখাওয়াত হোসেন কিরণ, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক, নিজাম উদ্দিন সাইফুল, রিয়াদ হোসেন, সাইফুল রহমান সেন্টু, মোঃ সবুজ, আবুল কালাম ও আবদুস সালাম।

টুর্নামেন্টে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬ টি দল অংশগ্রহণ করবেন।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ