ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ২১ অক্টোবর ২০২৪ ০১:২৭:০০ অপরাহ্ন | জাতীয়

হাইকোর্টের বেঞ্চ থেকে আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার সংস্থা আইন ও সালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না।

সোমবার (২১ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের অনেক সিনিয়র আইনজীবী। জেড আই খান পান্নার পক্ষে ছিলেন ব্যারিস্টার আহসুনুল করিম। তিনি বলেন, "এই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। কোনো একজন ব্যক্তি অত্যন্ত উৎসাহী হয়ে এটি দায়ের করেছেন।" আইনজীবীরা আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন মামলা গ্রহণের ক্ষেত্রে পুলিশের আরও সতর্ক হওয়া উচিত।

এদিকে, ব্যারিস্টার আহসুনুল করিম আরও জানান, "জেড আই খান বর্তমান সরকারের সমালোচনা করলেও মুক্তিযুদ্ধের প্রশ্নে তিনি সবসময়ই সোচ্চার ছিলেন এবং থাকবেন।"

গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা করা হয়। আহাদুলের বাবা মো. বাকের মামলাটি দায়ের করেন, যেখানে জেড আই খানসহ মোট ১৮০ জনকে আসামি করা হয়েছে।

 

বায়ান্ন/এএস