ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

হবিগঞ্জে আ.লীগের বিজয় শোভাযাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১১:৫৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জে বিজয় শোভাযাত্রা করেছে জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

রোববার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামন থেকে শোভাযাত্রাটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে রামকৃষ্ণ মিশন রোডে এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, যুগ্ম সম্পাদক নূরউদ্দিন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম।

বক্তারা বলেন, বিজয়ের ৫০ বছর পরও স্বাধীনতা-বিরোধী অপশক্তির ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সব সড়যন্ত্র মোকাবেলা করে অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলা হবে।

এর আগে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে ‘মহাবিজয়ের মাহানায়’ শিরোনামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। আলোচনা সভা শেষে গানে গানে দর্শকদের মাতিয়ে তোলেন বাউল শিল্পী শাহাব উদ্দিন ও সৈয়দ আশিকুর রহমান আশিকসহ স্থানীয় শিল্পীরা।