হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় ট্রাক্টরের চাপায় আজহার উদ্দিন (১৩) নামে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজহার পাইকপাড়া-বটতলা এলাকার আক্কাছ উদ্দিনের ছেলে ও শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের ভাই গহর আলি জানান, উল্লেখিত সময়ে রাস্তায় বাইসাইকেল চালানোর সময় হবিগঞ্জগামী একটি ট্রাক্টর আজহারকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের নির্দেশ দেন। পরে সিলেটে যাওয়ার পথে নবীগঞ্জ শহরে পৌছামাত্র তার মৃত্যু হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, ঘাতক ট্রাক্টর ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।