ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বন্যার্তদের পাশে এলজিইডি

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ জুন ২০২২ ০৭:২৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জে বন্যা দুর্গত অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জ। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছে এ প্রতিষ্ঠানটি। শনিবার দুপুরে হবিগঞ্জ এলজিইডির কর্মকর্তারা সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা ডুমরা গুঙ্গিয়ারগাঁও, কালিকান্দি এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে গিয়ে ৫০০টি পরিবারকে একটি করে খাবারের প্যাকেট বিতরণ করেন কর্মকর্তারা।

ত্রাণ বিতরণের সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন- এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারী প্রকৌশলী ফরহাদ আমিন ভূঁইয়া, উপ সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দাশ, হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী শাকিব আল হাফিজ, বানিয়াচং উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম প্রমুখ।

সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সিলেটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ এলজিইডির পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হলো।

আমরা ভবিষ্যতেও অসহায় মানুষদের সহায়তার প্রচেষ্টা অব্যাহত রাখব।