ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

হবিগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষের ঘটনায় ২ হাজার জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ১১:৩৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বুধবার হবিগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় আজ হবিগঞ্জ সদর থানার  পুলিশ  বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫শ/ ২ হাজার বিএনপি নেতাকর্মীদের নামে একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। 

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় সমবায় সম্পাদক আলহাজ্ব জি কে গউছ জানান, গতকালের সংঘর্ষে ঢাকায় চিকিৎসাধীন মুমূর্ষু তিন ছাত্রদল নেতার অবস্থা এখনো আশংকামুক্ত নয়। ঘটনার সময় আটক ছাড়া পরবর্তীতে আর কোন নেতাকর্মী আটক বা গ্রেফতার হয়নি। এদিকে সংঘর্ষ স্থল শহরের শায়েস্তানগর এলাকা সহ জেলা বিএনপির কার্যালয় এবং গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।