ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

হবিগঞ্জের খোয়াই নদী থেকে লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৮ ডিসেম্বর ২০২১ ০৫:১০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া পুরাতন খোয়াই নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোরেশনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। যদিও এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, অজ্ঞাত ব্যক্তি পুরুষ যার আনুমানিক বয়স হবে প্রায় ৩০ বছর। এমন একটি মরদেহ পুরাতন খোয়াই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তা উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মানসিক রোগী হতে পারেন। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। নেয়া হয়েছে আঙ্গুলের ছাপও। তবে কি ভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলেও জানান তিনি।