অবকাশকালীন ছুটি শেষে আগামী ২০ অক্টোবর থেকে বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ৫৪টি হাইকোর্ট বেঞ্চ গঠন করেছেন। নতুন এই বেঞ্চসমূহ সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার অনুযায়ী গঠিত হয়েছে, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের ১০১ জন বিচারপতির মধ্যে ৮৩ জনকে নিয়ে ২৯টি দ্বৈত (দুই বিচারপতির) এবং ২৫টি একক (এক বিচারপতির) বেঞ্চ গঠন করা হয়েছে।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৬ জন বিচারপতি রয়েছেন, যেখানে ২১ অক্টোবর থেকে দুটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।
তবে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে প্রধান বিচারপতির সিদ্ধান্তে ১২ জন বিচারপতিকে বেঞ্চের দায়িত্ব দেয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন, যদিও কোন ১২ জন বিচারপতিকে বেঞ্চ দেয়া হচ্ছে না, তা প্রকাশ করা হয়নি।
এছাড়া, বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের রিভিউ আগামী ২০ অক্টোবর আপিল বিভাগে শুনানির জন্য ১ নম্বর আইটেমে রাখা হয়েছে।
বায়ান্ন/শাহেদ