ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

হাটহাজারীতে বিরল প্রজাতির দু’টি গন্ধগোকুল উদ্ধার

আবদুল আওয়াল -হাটহাজারী উপজেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ ১১:৫৪:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারী উপজেলার আমান বাজার বাদলখাঁন বাড়ীর ইসলামীয়া সুন্নিয়া জামে মসজিদের কবরস্থান এলাকায় বিরল প্রজাতির দুই ২টি গন্ধ গোকুল (১টি নর ও ১ টি নাড়ী) উদ্ধার করে বনবিভাগ। পরে মানুষের মতই সকল বন্যপ্রানীর প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে, তাদের আঘাত করা যাবে না। এরপর গন্ধগোকুল দুটিকে বিপদমুক্ত করে মানুষের মাঝে গনসচেতনতা সৃষ্টি করা হয় বলে জানান রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী।

 
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিরল প্রজাতির দুই ২টি গন্ধ গোকুল ১টি নর ও ১ টি নাড়ী  উদ্ধার করা হয়।
 
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ও ১১ মাইল বনজদ্রব্য পরীক্ষণ ফাড়ির ইনচার্জ ফজলুল কাদের চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহিদুল আলম এবং চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী মহোদয়ের দিক নির্দেশনায় হাটহাজারী উপজেলার আমান বাজার বাদলখাঁন বাড়ীর ইসলামীয়া সুন্নিয়া জামে মসজিদের কবরস্থান এলাকায় দুই ২টি গন্ধ গোকুল (১টি নর ও ১ টি নাড়ী) দেখে ঐ এলাকার উৎসুক জনসাধারণ কিছুটা আতঙ্কিত হয় এবং ভয়ে ইট পাটকেল নিক্ষেপ করে গন্ধগোকুলকে ধাওয়া দিতে থাকে। এনিয়ে স্থানী মানুষের ভীড় বাড়তে থাকে। নিশাচর এই প্রানীটি হঠাৎ দিনের বেলা দেখতে পাওয়ায় স্থানীয় মানুষের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
 
এরই মধ্যে কিছু বন্যপ্রানীপ্রেমী সচেতন মহলকে হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে উপস্থিত এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মোয়াজ্জিন, ছাত্র, সাধারণ জনগন সকলের মাঝে প্রকৃতিতে বন্যপ্রানীর প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়। তার এক পর্যায়ে সকলে প্রতিজ্ঞাবদ্ধ হন যে মানুষের মতই সকল বন্যপ্রানীর প্রকৃতিতে বাঁচার অধিকার রয়েছে, তাদের আঘাত করা যাবে না। এরপর গন্ধগোকুল দুটিকে বিপদমুক্ত করে মানুষের মাঝে গনসচেতনতা সৃষ্টি করা হয়।