ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

২৪ ও ২৫ ডিসেম্বর সিলেটে বিএনপির বিক্ষোভ

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর ২০২১ ১১:৫৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে আগামী ২৪ ডিসেম্বর সিলেটের সকল উপজেলায় ও পরদিন ২৫ ডিসেম্বর সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনেতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক পরিসরকে একেবারেই সংকুচিত করে ফেলেছে। কর্মসূচিগুলো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচি। এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে বাধা দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে।’

তিনি বলেন, ‘লক্ষ করে দেখবেন, হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে এর মূল কারণ ছিল হবিগঞ্জ বিএনপির শক্তিশালী জায়গা। সেখানকার নেতারা বরাবরই প্রমাণ করেছেন সেখানে শক্তিশালী সংগঠন আছে। এই জায়গাটিতে তারা আঘাত করেছেন। আমরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এভাবে দমন-পীড়ন করে, হত্যা করে, গুম করে, কখনোই জনগণের ন্যায়সঙ্গত দাবি, তাদের অধিকারের দাবি—গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের জন্য। পাশাপাশি সবচেয়ে বড় যে দাবি খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে তার চিকিৎসার দাবিতে আমরা আন্দোলন করছি তা দমন করা যাবে না। প্রতিটি কর্মসূচিতে জনগণের সতঃষ্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে এই দেশের মানুষ সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করছে।’

‘আমরা অবিলম্বে পুলিশ সুপার (এসপি) মুরাদ আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুক আলীর অপসারণ দাবি করছি। একইসঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনার দাবি করছি। এই ভয়াবহ-নারকীয় নির্যাতন এবং গুলিবর্ষণের প্রতিবাদে আগামী ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের উপজেলাগুলো প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এবং ২৫ ডিসেম্বর সিলেট বিভাগের জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হবে’, বলেন ফখরুল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।