ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : সোমবার ২৭ নভেম্বর ২০২৩ ০৮:০১:০০ অপরাহ্ন | জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)।

 

 

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৪টায় দলীয় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা -

 

পঞ্চগড়-১ মো. আবু সালেক/মো. আব্দুর রহিম

পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন

 

ঠাকুরগাঁও-১ মো. রেজাউল রাজী স্বপন চৌধুরী

ঠাকুরগাঁও-২ নুরুন্নাহার বেগম

ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ

দিনাজপুর-১ মো. শাহিনুর ইসলাম

দিনাজপুর-২ অ্যাড. জুলফিকার হোসেন/মাহবুবুর রহমান

 

দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল

দিনাজপুর-৪ মো. মোনাজাত চৌধুরী

দিনাজপুর-৫ অ্যাড. নুরুল ইসলাম

দিনাজপুর-৬ মো. ফিরোজ সুলতান আলম

নীলফামারী-১ লে. কর্নেল (অব.) তসলিম

নীলফামারী-২ মো. শাহজাহান আলী চৌধুরী

নীলফামারী-৩ মেজর (অব.) রানা মো. সোহেল

নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান

 

লালমনিরহাট-১ মো. হাবিবুল হক বশু মিয়া

লালমনিরহাট-২ মো. দেলোয়ার

লালমনিরহাট-৩ জাহিদ হাসান

 

রংপুর-১ এইচ এম শাহরিয়ার আসিফ

রংপুর-২ আনিসুল ইসলাম মন্ডল

রংপুর-৩ গোলাম মোহাম্মদ কাদের

রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল

রংপুর-৫ মো. আনিছুর রহমান

রংপুর-৬ মো. নূর আলম মিয়া

 

কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান

কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ

কুড়িগ্রাম-৩ আব্দুস সুবহান

কুড়িগ্রাম-৪ এ কে এম সাইফুর রহমান

 

গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গাইবান্ধা-২ আব্দুর রশীদ সরকার

গাইবান্ধা-৩ ইঞ্জিনিয়ার মাইনুর রাব্বী চৌধুরী

গাইবান্ধা-৪ কাজী মো. মশিউর রহমান

গাইবান্ধা-৫ মো. আতাউর রহমান সরকার

 

 

জয়পুরহাট-১ ডা. মো. মোয়াজ্জেম হোসেন

জয়পুরহাট-২ আবু সাঈদ নুরুল্লাহ

 

বগুড়া-১ মো. গোলাম মোস্তফা বাবু মন্ডল

বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ

বগুড়া-৩ অ্যাড. নুরুল ইসলাম তালুকদার

বগুড়া-৪ শাহীন মোস্তফা কামাল ফারুক

বগুড়া-৫ মো. ওমর ফারুক

বগুড়া-৬ আজিজ আহমেদ রুবেল

বগুড়া-৭ এ টি এম আনিসুল ইসলাম

 

চাঁপাইনবাবগঞ্জ-১ মো. আফজার হোসেন

চাঁপাইনবাবগঞ্জ-২ অ্যাড. আব্দুর রশীদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. মোস্তাফিজুর রহমান মুকুল

 

নওগাঁ-১ মো. আকবর আলী

নওগাঁ-২ অ্যাড. মো. তোফাজ্জল হোসেন

নওগাঁ-৩ মাসুদ রানা

নওগাঁ-৪ মো. আলতাফ হোসেন

নওগাঁ-৫ মো. ইফতারুল ইসলাম বকুল

নওগাঁ-৬ আবু বেলাল হোসেন

 

রাজশাহী-১ সামসুদ্দিন মন্ডল

রাজশাহী-২ সাইফুল ইসলাম স্বপন

রাজশাহী-৩ সোলায়মান হোসেন

রাজশাহী-৪ মো. আবু তালেব প্রামাণিক

রাজশাহী-৫ অধ্যাপক আবুল হোসেন

রাজশাহী-৬ মো. শামসুদ্দিন রিন্টু

নাটোর-১ মো. আশিক হোসেন

নাটোর-২ ডা. মো. নুরুন্নবী মৃধা

নাটোর-৩ আনিসুর রহমান

নাটোর-৪ অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা

 

সিরাজগঞ্জ-১ মো. জহিরুল ইসলাম

সিরাজগঞ্জ-২ মো. আমিনুল ইসলাম ঝন্টু

সিরাজগঞ্জ-৩ মো. জাকির হোসেন

সিরাজগঞ্জ-৪ মো. আব্দুল্লাহ আল হাসেম

সিরাজগঞ্জ-৫ মো. ফজলুল হক

সিরাজগঞ্জ-৬ মো. মোক্তার হোসেন

 

 

পাবনা-১ সরদার শাহজাহান

পাবনা-২ শহিদুল ইসলাম দায়েন

পাবনা-৩ মীর নাদির মো. ডাবলু

পাবনা-৪ মো. রেজাউল করিম

পাবনা-৫ তারিকুল আলম স্বাধীন

 

 

মেহেরপুর-১ মো. আব্দুল হামিদ

মেহেরপুর-২ কেতাব আলী

 

কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল

কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী

কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু

কুষ্টিয়া-৪ মো. আয়ান উদ্দিন

 

চুয়াডাঙ্গা-১ অ্যাড.সোহরাব হোসেন

চুয়াডাঙ্গা-২ মো. রবিউল ইসলাম

 

ঝিনাইদহ-১ মনিকা আলম

ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান

ঝিনাইদহ-৩ মো. আব্দুর রহমান

ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু

 

যশোর-১ মো. আক্তারুজ্জামান

যশোর-২ ফিরোজ শাহ

যশোর- ৩ মো. মাহবুব আলম

যশোর-৪ মো. জহুরুল হক

যশোর-৫ এম এ হালিম

যশোর-৬ জি এম হাসান

 

মাগুরা-১ মো. সিরাজুস সায়েফিন সাঈফ

মাগুরা-২ মো. মুরাদ আলী

 

নড়াইল-১ মিল্টন মোল্লা

নড়াইল-২ অ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ

 

বাগেরহাট-১ মো. কামরুজ্জামান

বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম

বাগেরহাট-৩ মো. মনিরুজ্জামান মনি

বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী

 

খুলনা-১ কাজী হাসানুর রশিদ

খুলনা-২ গাউসুল আজম

খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন

খুলনা-৪ মো. ফরহাদ আহমেদ

খুলনা-৫ মো. শহীদ আলম

খুলনা-৬ মো. শফিকুল ইসলাম মধু

 

সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত

সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান আশু

সাতক্ষীরা-৩ অ্যাড. মো. আলিফ হোসেন

সাতক্ষীরা-৪ মো. মাহবুবুর রহমান

 

বরগুনা-১ মো. খলিলুর রহমান

বরগুনা-২ মিজানুর রহমান

 

পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার

পটুয়াখালী-২ মো. মহসিন হাওলাদার

পটুয়াখালী-৩ মো. নজরুল ইসলাম

পটুয়াখালী-৪ আব্দুল মান্নান হাওলাদার

 

ভোলা-১ শাহজাহান মিয়া

ভোলা-২ মো. মিজানুর রহমান

ভোলা-৩ মো. কামাল উদ্দিন

ভোলা-৪ মো. মিজানুর রহমান

 

বরিশাল-১ ছেরনিয়াবাত সেকেন্দার আলী

বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ

বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু

বরিশাল-৪ মো. মিজানুর রহমান

বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস

বরিশাল-৬ নাসরিন জাহান রত্না

 

ঝালকাঠী-১ মো. এজাজুল হক

ঝালকাঠী-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার

 

পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম

পিরোজপুর-২ মো. খলিলুর রহমান খলিল

পিরোজপুর-৩ মো. মাশরেকুল আজম রবি

 

টাঙ্গাইল-১ মোহাম্মদ আলী

টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবির তালুকদার

টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম

টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী

টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হোসেন

টাঙ্গাইল-৬ আবুল কাশেম

টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির

টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম

 

জামালপুর-১ এস এম আবু সায়েম

জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ

জামালপুর-৩ মীর সামসুল আলম লিপটন

জামালপুর-৪ মো. আবুল কালাম আজাদ

জামালপুর-৫ মো. জাকির হোসেন খান

 

শেরপুর-১ মো. ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান/মো. মাহমুদুল হক মনি

শেরপুর-২ ঘোষণা করা হয়নি

শেরপুর-৩ মো. সিরাজুল হক

 

ময়মনসিংহ-১ কাজল চন্দ্র মহন্ত

ময়মনসিংহ-২ মো. এনায়েত হোসেন

ময়মনসিংহ-৩ ডা. মোস্তাফিজুর রহমান আকাশ

ময়মনসিংহ-৪ ঘোষণা করা হয়নি

ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ মুক্তি

ময়মনসিংহ-৬ মাহফুজুর রহমান বাবুল

ময়মনসিংহ-৭ মো. আব্দুল মজিদ

ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম

ময়মনসিংহ-৯ আলহাজ হাসমত মাহমুদ তারিক

ময়মনসিংহ-১০ মো. নাজমুল হক

ময়মনসিংহ-১১ মো. হাফিজ উদ্দিন

 

নেত্রকোণা-১ গোলাম রাব্বানী

নেত্রকোণা-২ রহিমা আক্তার আসমা সুলতানা

নেত্রকোণা-৩ মো. জসীম উদ্দীন ভূঁইয়া

নেত্রকোণা-৪ অ্যাডভোকেট লিয়াকত আলী খান

নেত্রকোণা-৫ ওয়াহিদুজ্জামান আজাদ

 

 

কিশোরগঞ্জ-১ ডা. মো. আব্দুল হাই

কিশোরগঞ্জ-২ আবু সাঈদ আজাদ খুররম ভূঁইয়া

কিশোরগঞ্জ-৩ অ্যাড. মুজিবুল হক চুন্নু

কিশোরগঞ্জ-৪ মো. আবু ওহাব

কিশোরগঞ্জ-৫ মো. মাহবুবুল আলম

কিশোরগঞ্জ-৬ নুরুল কাদের সোহেল

 

মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল/মো. হাসান সাঈদ

মানিকগঞ্জ-২ এস এম আব্দুল মান্নান

মানিকগঞ্জ-৩ জহিরুল আলম রুবেল

 

মুন্সিগঞ্জ-১ অ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম

মুন্সিগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন

মুন্সিগঞ্জ-৩ এ এফ এম রফিকুল্লাহ সেলিম

 

ঢাকা-১ অ্যাড. সালমা ইসলাম

ঢাকা-২ শাকিল আহমেদ শাকিল

ঢাকা-৩ মো. মনির সরকার

ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা

ঢাকা-৫ মীর আব্দুস সবুর আসুদ

ঢাকা-৬ অ্যাড. কাজী ফিরোজ রশীদ

ঢাকা-৭ তারেক এ আদেল

ঢাকা-৮ মো. জুবায়ের আলম খান রবিন

ঢাকা-৯ কাজী আবুল খায়ের

ঢাকা-১০ হাজী মো. শাহজাহান

ঢাকা-১১ মো. সিরাজ উদ্দিন আহমেদ/শামীম আহমেদ রিজভী

ঢাকা-১২ খোরশেদ আলম খুশু

ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু

ঢাকা-১৪ শফিকুল ইসলাম সেন্টু/মো. আলমাস উদ্দিন

ঢাকা-১৫ মো. শামসুল হক

ঢাকা-১৬ মো. আমানত হোসেন আমানত

ঢাকা-১৭ গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা-১৮ শেরীফা কাদের

ঢাকা-১৯ বাহাদুর ইসলাম ইমতিয়াজ

ঢাকা-২০ খান মো. ইসরাফিল খোকন

 

গাজীপুর-১ এম এম নিয়াজ উদ্দিন/আল আমিন সরকার

গাজীপুর-২ জয়নাল আবেদীন

গাজীপুর-৩ আলহাজ মো. কামরুজ্জামান মন্ডল/এফ এম সাইফুল ইসলাম

গাজীপুর-৪ মো. সামসুদ্দিন খান

গাজীপুর-৫ এম এম নিয়াজ উদ্দিন/মুহাম্মদ মনিরুজ্জামান খান

 

নরসিংদী-১ মো. ওমর ফারুক মিয়া

নরসিংদী-২ এ এন এম রফিকুল ইসলাম সেলিম

নরসিংদী-৩ এ এস এম জাহাঙ্গীর পাঠান

নরসিংদী-৪ মো. কামাল উদ্দিন

নরসিংদী-৫ প্রকৌশলী মো. শহীদুল ইসলাম

 

নারায়ণগঞ্জ-১ মো. সাইফুল ইসলাম

নারায়ণগঞ্জ-২ আলমগীর সিকদার লোটন

নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা

নারায়ণগঞ্জ-৪ আলহাজ ছালাহ্ উদ্দিন খোকা মোল্লা

নারায়ণগঞ্জ-৫ এ কে এম সেলিম ওসমান

 

রাজবাড়ী-১ অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু

রাজবাড়ী-২ অ্যাড মো. শফিউল আজম খান

ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান

ফরিদপুর-২ ঘোষণা করা হয়নি

ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া

ফরিদপুর-৪ ঘোষণা করা হয়নি

 

গোপালগঞ্জ-১ শহিদুল ইসলাম মোল্লা

গোপালগঞ্জ-২ কাজী শাহীন

গোপালগঞ্জ-৩ ঘোষণা করা হয়নি

 

মাদারীপুর-১ মো. মোতাহার হোসেন সিদ্দিকী

মাদারীপুর-২ এ কে এম নুরুজ্জামান জামান

মাদারীপুর-৩ মো. আব্দুল খালেক

 

শরীয়তপুর-১ ঘোষণা করা হয়নি

শরীয়তপুর-২ মো. ওয়াহিদুর রহমান

শরীয়তপুর-৩ অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান

 

সুনামগঞ্জ-১ মো. আব্দুল মান্নান তালুকদার

সুনামগঞ্জ-২ ঘোষণা করা হয়নি

সুনামগঞ্জ-৩ ঘোষণা করা হয়নি

সুনামগঞ্জ-৪ পীর ফজলুল রহমান মিজবাহ

সুনামগঞ্জ-৫ নাজমুল হুদা হিমেল

 

সিলেট-১ নজরুল ইসলাম বাবুল

সিলেট-২ মাকসুদ ইবনে আজিজ লামা

সিলেট-৩ আতিকুর রহমান আতিক

সিলেট-৪ এ টিই উ তাজ রহমান

সিলেট-৫ আলহাজ সাব্বির আহমদ

সিলেট-৬ সেলিম উদ্দিন

 

মৌলভীবাজার-১ আহম্মদ রিয়াজ উদ্দিন

মৌলভীবাজার-২ আব্দুল মালিক

মৌলভীবাজার-৩ রুহুল আমিন

মৌলভীবাজার-৪ ঘোষণা করা হয়নি

 

হবিগঞ্জ-১ এম এ মুনিম চৌধুরী বাবু

হবিগঞ্জ-২ ঘোষণা করা হয়নি

হবিগঞ্জ-৩ আব্দুল মুমিন চৌধুরী

হবিগঞ্জ-৪ আহাদ উদ্দিন চৌধুরী শাহীন

 

 

ব্রাহ্মণবাড়িয়া-১ মো. শাহানুল করিম

ব্রাহ্মণবাড়িয়া-২ অ্যাডভোকেট আব্দুল হামিদ

ব্রাহ্মণবাড়িয়া-৩ অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়া-৪ তারেক আহমেদ আদেল

ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. মোবারক হোসেন দুলু

ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাডভোকেট আমজাদ হোসেন

 

 

কুমিল্লা-১ মো. আমির হোসেন ভূঁইয়া

কুমিল্লা-২ এ টি এম মঞ্জুরুল ইসলাম

কুমিল্লা-৩ মো. আলমগীর হোসেন

কুমিল্লা-৪ অ্যাড. ইউসুফ আজগর

কুমিল্লা-৫ মো. জাহাঙ্গীর আলম

কুমিল্লা-৬ এয়ার আহমেদ সেলিম/বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন

কুমিল্লা-৭ লুৎফর রেজা খোকন

কুমিল্লা-৮ এইচ এন এম ইরফান

কুমিল্লা-৯ মো. গোলাম মোস্তফা কামাল

কুমিল্লা-১০ জোনাকী মুন্সি

কুমিল্লা-১১ মোস্তফা কামাল

 

চাঁদপুর-১ এ কে এস এম শহীদুল ইসলাম

চাঁদপুর-২ মো. এমরান হোসেন মিয়া

চাঁদপুর-৩ অ্যাড. মহাসিন খাঁন

চাঁদপুর-৪ সাজ্জাদ রশিদ

চাঁদপুর-৫ মো. ওমর ফারুক

 

ফেনী-১ শাহরিয়ার ইকবাল

ফেনী-২ খন্দকার নজরুল ইসলাম

ফেনী-৩ লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

 

নোয়াখালী-১ ফজলুল করিম/মো. ইয়াসিন

নোয়াখালী-২ মো. তালেবুজ্জামান

নোয়াখালী-৩ ফজলে এলাহী সোহাগ মিয়া

নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ

নোয়াখালী-৫ ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ

নোয়াখালী-৬ মুশফিকুর রহমান

 

লক্ষীপুর-১ মাহমুদুর রহমান মাহমুদ

লক্ষীপুর-২ বোরহান উদ্দিন আহমেদ মিঠু

লক্ষীপুর-৩ মো. রাকিব হোসেন

লক্ষীপুর-৪ ঘোষণা করা হয়নি

 

চট্টগ্রাম-১ মো. এমদাদ হোসেন চৌধুরী

চট্টগ্রাম-২ মো. শফিউল আজম চৌধুরী

চট্টগ্রাম-৩ এম এ সালাম

চট্টগ্রাম-৪ মো. দিদারুল কবির

চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ

চট্টগ্রাম-৬ মো. শফিউল আলম চৌধুরী

চট্টগ্রাম-৭ মুসা আহমেদ রানা

চট্টগ্রাম-৮ সিরাজুল ইসলাম চৌধুরী

চট্টগ্রাম-৯ সানজিদ রশীদ চৌধুরী

চট্টগ্রাম-১০ ঘোষণা করা হয়নি

চট্টগ্রাম-১১ ঘোষণা করা হয়নি

চট্টগ্রাম-১২ মো. নুরুচ্ছফা সরকার

চট্টগ্রাম-১৩ আব্দুর রব চৌধুরী

চট্টগ্রাম-১৪ আবু জাফর মো. ওলিউল্ল্যাহ

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) মো. সালেম

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মাহমুদুল ইসলাম চৌধুরী

 

কক্সবাজার-১ খোসনেআরা

কক্সবাজার-২ মাহমুদুল করিম

কক্সবাজার-৩ অ্যাড. মো. তারেক

কক্সবাজার-৪ নুরুল আমিন সিকদার ভুট্টু

 

পার্বত্য খাগড়াছড়ি- সোলায়মান আলম শেঠ

পার্বত্য রাঙ্গামাটি- হারুনুর রশীদ মাতুব্বর

পার্বত্য বান্দরবন- এ টি এম শহীদুল ইসলাম

 

জানা গেছে, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যারা নিজস্ব এলাকায় জনপ্রিয়, সাধারণ মানুষের সঙ্গে সংযোগ আছে, সর্বোপরি দলের প্রতি একনিষ্ঠ, তাদের বিষয়টি সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

এর আগে, গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু করে জাতীয় পার্টি। দুই দফায় পাঁচ দিনব্যাপী মনোনয়ন ফরম বিতরণ শেষ হয় ২৪ নভেম্বর। এবার দলটির মনোনয়ন ফরম নেন ১ হাজার ৭৫২ জন। এরমধ্যে ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি, ২২ নভেম্বর ৩৩১টি, ২৩ নভেম্বর ২২৭টি এবং ২৪ নভেম্বর ১৫টি ফরম কিনেছেন মনোনয়নপ্রত্যাশীরা। এরপর ২৬ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

 

এবার দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তিনটি মনোনয়নপত্র চেয়েছেন বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। অন্যদিকে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) রোববার পর্যন্ত মনোনয়নপত্র নেননি।