ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

৫শ মানুষ গুম, ৩৫লক্ষ মামলা, তবুও রাজনীতি থেকে দূরে রাখা সম্ভব না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

তারিকুল ইসলাম, শেরপুর : | প্রকাশের সময় : শুক্রবার ২৬ নভেম্বর ২০২১ ১০:৩৩:০০ অপরাহ্ন | রাজনীতি
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর শুক্রবার বিকালে শ্রীবরদী পশ্চিম বাজারে আব্দুর রহিমের ধানের মিলের খোলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায় তাহলে বিএনপির জনগণকে সরকার আইন করে রেড এলাট করে পুলিশ দিয়ে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের দেশ নেত্রীকে জেলে রেখে ৫শ মানুষকে গুম করে ৩৫লক্ষ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে রাজনীতি থেকে দুরে রাখা যাবে না। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া খালেদা জিয়া মানে গণতন্ত্র। আমরা মাঠে নেমেছি আমাদের অধিকার আদায়ের জন্য আর অধিকার আদায় না করে মাঠ থেকে ঘরে ফিরে যাবো না।
 
bnp-2
শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, বিএনপির কেন্দ্রীয় কমিটির (ময়মনসিংহ বিভাগ) সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম। এছাড়াও সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী।
 
উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল ও পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী অকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আওয়াল চৌধুরী, এডভোকেট এম কে মোরাদুজ্জামান, শফিকুল ইসলাম মাসুদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রুপন, জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এস এম সোহান, শহর বিএনপির যুগ্ম আহবায়ক এড: রেজুওয়ান উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব আনিসুজ্জামান খোকন, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু রায়হান আল বেরুনী, শহর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, উপজেলা শ্রমিক দলেন সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক লাকি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম রাজন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুমন শাহরিয়ার রাফি। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
 
bnp-3
 
সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলের মাধ্যমে শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি পদে আব্দুর রহিম দুলাল ও সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন দুলাল এবং পৌর বিএনপির সভাপতি পদে ফজলুল হক চৌধুরী অকুল ও আনিসুজ্জামান খোকনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
 
এছাড়াও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ।