ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

৮দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৬ জুলাই ২০২২ ০২:২৭:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

টানা ৮দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হয়। ফলে বন্দর ব্যবহারকারীদের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে।

 

হিলি পানামা পোর্টের জনসংেেযাগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ৮দিন ভারত থেকে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো। ছুটি শেষে আজ শনিবার (১৬ জুলাই) সকাল থেকে আবার ভারত হতে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। পানামা পোর্ট সব সময় আমদানিকৃত পণ্য খালাস করার জন্য সহযোগীতা করে থাকে। 

 

উল্লেখ্য যে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত টানা ৮ দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক ছিল।