নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের অধিকারী’ আখ্যা দিয়ে বলেন, এই রাজনৈতিক দলের জন্য বাংলাদেশের রাজনীতিতে আর কোনো স্থান নেই। সাক্ষাৎকারটি আজ বুধবার পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে।
ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ সরকার ‘জনগণের ওপর দমনপীড়ন চালিয়ে, রাজনৈতিক বিরোধীদের দমিয়ে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে’। তাঁর মতে, ‘একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফ্যাসিস্ট কোনো দলের অবস্থান থাকার কথা নয়।’
ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ছাত্র ও সাধারণ মানুষের তীব্র আন্দোলনের ফলে গত ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে ভারত পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ড. ইউনূসের মতে, ‘শেখ হাসিনা ও তাঁর দলের এখন বাংলাদেশে কোনো স্থান নেই।’ তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত আনতে তাঁর সরকার আপাতত ভারত সরকারের কাছে কোনো প্রত্যর্পণ অনুরোধ জানাচ্ছে না। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে পত্রিকাটি জানায়।
বায়ান্ন/এএস