ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

‘আগুনে পুড়ে আমার সব শেষ’

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ৪ এপ্রিল ২০২৩ ১০:১৪:০০ পূর্বাহ্ন | জাতীয়

‘আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে’—বারবার এই কথা বলে বিলাপ করছিলেন রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগা মার্কেটের একজন ব্যবসায়ী। পাশে দাঁড়িয়ে আরও দুজন ব্যবসায়ী তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ফোন কলেও পরিবার-স্বজনদের সঙ্গে কথা বলতে বলতে হাউমাউ করে কাঁদছেন তিনি।

 

জানা গেছে, এ ব্যবসায়ীর নাম অপু। তিনি মার্কেটের পলক কালেকশনের মালিক। আগুনে তার দোকান পুড়ে গেছে। দোকান থেকে মালামাল ও টাকা কিছুই বের করতে পারেননি তিনি।

 

আগুনে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে অপু ঢাকা পোস্টকে বলেন, দোকানের কোনো মালামাল এবং নগদ টাকা কিছুই বের করে আনতে পারিনি। আমি আসার আগেই দোকান পুড়ে শেষ হয়ে গেছে। আমার সব শেষ, আমি এখন কী করব। ঈদ উপলক্ষ্যে মাল এনে দোকানে রাখছিলাম।

 

কেবল ওই ব্যবসায়ীই নন, আগুনে দোকান পুড়ে নিঃস্ব ও সর্বস্বান্ত হওয়া অনেক ব্যবসায়ীকেই এমন বিলাপ করতে দেখা গেছে। 

 

মঙ্গলবার সকাল ৬টা ১০মিনিটের দিকে লাগা আগুন দীর্ঘ তিন ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। বঙ্গবাজার এবং এর আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ এ আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৫০টি ইউনিট। এছাড়া আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।