ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১লা আশ্বিন ১৪৩১

‘বঙ্গবন্ধুর সমাজকল্যাণ ভাবনা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু হানিফ, জবি প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১০ জানুয়ারী ২০২২ ০৭:০৩:০০ অপরাহ্ন | শিক্ষা
 
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১০ জানুয়ারি সোমবার  ‘বঙ্গবন্ধুর সমাজকল্যাণ ভাবনা: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনার বিভাগীয় সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
 
সমাজকর্ম বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং এই বিষয়ে আলোচনা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী। 
 
সেমিনার আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন স্বাগত বক্তব্য প্রদান করেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।