ঢাকা, রবিবার ১৬ জুন ২০২৪, ২রা আষাঢ় ১৪৩১

ছাগলনাইয়ায় বিদেশী মদসহ গ্রেফতার-১

মুঃ ইকরামুল হক, ফেনী : | প্রকাশের সময় : বুধবার ২২ মে ২০২৪ ০৮:০২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ছাগলনাইয়ার রাধানগরে বিদেশী মদ সহ আবুল খায়ের কিবরিয়া (২০)নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করে পুলিশ। সোমবার (২১ মে) উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কিবরিয়া ছাগলনাইয়া পৌরসভার মটুয়া এলাকার আবু আহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২১ মে) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপজেলার রাধানগর ইউনিয়নের উত্তর কুহুমা এলাকা থেকে আবুল খায়ের কিবরিয়াকে গ্রেফতার করে। এসময় মদক পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। গাড়ি তল্লাশি করে ৯৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার ওজন ৭২লিটার। আনুমানিক মূল্য ১লাখ ৯২ হাজার টাকা।

ছাগলনাইয়া থানার ওসি মো. হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। পরে গ্রেফতারকৃতকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।