রাজধানীর জুরাইন রেলগেটে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের চলছে বলে খবর পাওয়া গেছে।
বিশৃঙ্খল পরিস্থিতিতে বেলা ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি নেতকার্মীদের ধাওয়ায় বিক্ষোভকারীরা ওই এলাকা থেকে সরে গিয়ে কাছাকাছি অন্যত্র অবস্থান নেন।
কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা জুরাইন এলাকায় বেলা ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন।
তখন থেকে ওই লাইনে কোনো ট্রেন চলাচল করতে পারেনি জানিয়ে তিনি বলেন, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
ব্যাটারিচালিত রিকশাচালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যোগ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধে সোয়া ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন দেশের রেলযাত্রীরা।
বায়ান্ন/প্রতিনিধি/একে