চট্রগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) গাজীপুর জেলার আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আদালত অঙ্গনে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, অ্যাড. ড. সহিদউজ্জামান, অ্যাড. জাকিরুল ইসলাম, অ্যাড. তৌহিদুল ইসলাম রনি প্রমুখ। দুপুরে গাজীপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অপর একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) হাছিনা আক্তার জাহান বিথী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাড. মীর সেলিম প্রমুখ। অপরদিকে অ্যাড. শাহজাহান সিরাজী, অ্যাড. শরিফ উদ্দিন ও অ্যাড. শাহীন মিয়ার নেতৃত্বে জামায়াতে ইসলামীর আইনজীবী শাখা আলাদা একটি বিক্ষোভ মিছিল বের করে। সমাবেশে বক্তারা অবিলম্বে সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জঙ্গী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবি জানান।