ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

ইমামের বাসায় চুরি

জামালপুর প্রতিনিধি। | প্রকাশের সময় : শনিবার ৮ এপ্রিল ২০২৩ ০৭:৪১:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নূর ক্লিনিকের মালিক এনায়েতপুর দরবার শরীফ মসজিদের  পেশ ইমাম মাওলানা আবদুল আওয়ালের বকশীগঞ্জস্থ সরদারপাড়ার বাসায় চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে চোরেরদল বাসার দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সাড়ে ৩ ভরি স্বর্ন,  নগদ ১লাখ ৯৫ হাজার টাকা ও একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। দুই দিন আগেও একই বাসা থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২টি মোবাইল সেট চুরি হয়। ঘটনার সময় বাসায় কেউ ছিলোনা। 
এব্যাপারে মাওলানা আবদুল আওয়ালের ছেলে সাব্বির আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যাক্তির বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার বকশীগঞ্জ থানার এস আই মানিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মালামাল উদ্ধারের প্রক্রিয়া চলমান।