ঢাকা, রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯শে মাঘ ১৪৩১

উচ্চমাত্রার হর্ণ ও কাচে কালো পেপার নিষিদ্ধের কথা আবারো মনে করিয়ে দিল ডিএমপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ ০২:৪৭:০০ অপরাহ্ন | জাতীয়

রাজধানীতে বিভিন্ন পরিবহণের উচ্চমাত্রার হর্ন বাজানো এবং কাচে কালো পেপারের ব্যবহার নিষিদ্ধের কথা করিয়ে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। এই নির্দেশনা মানতে ব্যর্থ হলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ডিএমপি। 

সম্প্রতি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 

এতে বলা হয়, ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের চালকগণ প্রায়ই অযাচিতভাবে/ অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার করেন। এছাড়া অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চ মাত্রার হর্ন ব্যবহার করেন।

ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক এবং বিশেষভাবে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এ সমস্যা রোধে মোটরযান চালকগণকে সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।

স্কুল, কলেজ, হাসপাতাল এবং এয়ারপোর্ট ক্রসিং এলাকায় কোন রকম হর্ন ব্যবহার না করার যে নির্দেশনা আছে, সে বিষয়টি মনে করিয়ে দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সেবার গাড়ি জরুরি কাজ ছাড়া চলাচলের সময়ও হর্ন বা হুটার ব্যবহার করেন। অপ্রয়োজনে এবং নিষিদ্ধ এলাকায় হর্ন বা হুটার না বাজানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও এর উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) এলাকাকে গত ১ অক্টোবর থেকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশনা বাস্তবায়নে উদ্যোগটি নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), পরিবেশ অধিদপ্তর, সড়ক বিভাগ ও পরিবহন মালিক সমিতি।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে আরো বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে কতিপয় যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪০ এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া পথচারীদের ফুটব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের অনুরোধ জানিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে ডিএমপি।

বায়ান্ন/এমএমএল/পিএইচ