উপচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের উপচার্য পদত্যাগ না করলে আমরণ অনশন করবেন।
বুধবার (১৯ জানুয়ারি) বিকাল তিন-টায় উপচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী নওরিন বলেন, "গত ১৩ (জানুয়ারি) দ্বিতীয় ছাত্রী হলে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু গত (১৬ জানুয়ারি) ভিসি এবং প্রক্টরিয়াল বডির সামনে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আমরা যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্ট্ররিয়াল বডি এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন করে যাবো। অনশনকারী শিক্ষার্থীরা কোন ধরনের দানা বা তরল জাতীয় কোন খাবার গ্রহণ করবে না। যদি অনশনে আমাদের কোন শিক্ষার্থীর মৃত্যু হয়, তাহলে তার দ্বায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসির"।
শিক্ষার্থী নওরিন আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাথে একমত পোষণ করেননি এমনকি আমাদের নামে মামলা করলেও তারা আমাদের পাশে দাড়াননি। আমরা আশা করছি তারা আমাদের সাথে একমত হয়ে আমাদের পাশে দাড়াবেন এবং গণমাধ্যমে শিক্ষকদের উদ্দেশ্য করে কোন আন্দোলনকারী শিক্ষার্থী কোন বাজে মন্তব্য করেননি এবং তার দ্বায়ভার আন্দোলনকারীরা নিবে না। এতে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি"।
বুধবার (১৯ জানুয়ারি) বিকাল তিন-টায় উপচার্যের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী নওরিন বলেন, "গত ১৩ (জানুয়ারি) দ্বিতীয় ছাত্রী হলে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেছিলাম। কিন্তু গত (১৬ জানুয়ারি) ভিসি এবং প্রক্টরিয়াল বডির সামনে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট নিক্ষেপ করেন। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। আমরা যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্ট্ররিয়াল বডি এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন করে যাবো। অনশনকারী শিক্ষার্থীরা কোন ধরনের দানা বা তরল জাতীয় কোন খাবার গ্রহণ করবে না। যদি অনশনে আমাদের কোন শিক্ষার্থীর মৃত্যু হয়, তাহলে তার দ্বায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভিসির"।
শিক্ষার্থী নওরিন আরো বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাথে একমত পোষণ করেননি এমনকি আমাদের নামে মামলা করলেও তারা আমাদের পাশে দাড়াননি। আমরা আশা করছি তারা আমাদের সাথে একমত হয়ে আমাদের পাশে দাড়াবেন এবং গণমাধ্যমে শিক্ষকদের উদ্দেশ্য করে কোন আন্দোলনকারী শিক্ষার্থী কোন বাজে মন্তব্য করেননি এবং তার দ্বায়ভার আন্দোলনকারীরা নিবে না। এতে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি"।