![](https://dainikbayanno.com/storage/scree-25-0212-092256.jpg)
জুলাই আন্দোলনের সমন্বয়কারী ও বিভিন্ন ইস্যু নিয়ে স্যোসাল মিডিয়ায় কথা বলা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় তার পিতা-মাতা সহ পরিবারের ৬ সদস্য ঘরের মধ্যেই ছিলো। বাহির থেকে দরজা আটকে এ আগুন দেয়া হয় বলে অভিযোগ করেন কাফির পিতা। তবে তারা অক্ষত অবস্থায় ঘর থেকে বের হতে পেড়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
অগ্নিকান্ডের খবর শুনে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নিজ বাড়িতে পৌছে কাফি সাংবাদিকদের বলেন, তিনি যেহেতু ৩২ নাম্বার ভাঙ্গার সময় নেতৃত্ব দিয়েছেন, সেখানে ছিলেন এ কারনেই তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের প্রতি ইংগিত করে তিনি বলেন আগামী সাত দিনের মধ্যে এ ঘটনার সমাধান এবং বাড়ি পূর্ণনিমান না হলে তিনি রাজপথে দাড়াবেন। তিনি কাউকে সন্দেহ করেন কিনা এমন প্রশ্নের জবাববে কাফি জানান, তিনি কাউকে সন্দেহ করে বিপদে ফেলতে চান না। তিনি আরও বলেন, সরকার যদি না পারে তাহলে দয়া করে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাক। একটা বিপ্লবী সরকার গঠন করে তারপর দেশ চলুক।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) আহমেদ মাঈনুল হাসান জানান, বিষয়টি পুলিশ বিভাগ অবগত রয়েছে। তবে এ্রখনো পর্যন্ত পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। এটা নাশকতা নাকি দূর্ঘটনা সেটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তাছাড়া ফায়ার সাভিসের তদন্তের একটি বিষয় রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বে সাথে দেখা হচ্ছে বলে জানান তিনি।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ